মোঃ মেহেদী হাসান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলা অবস্থায় ১৮ জনকে হাতেনাতে আটক করে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারি থানার একটি চৌকস টিম ১৫ অক্টোবর (মঙ্গলবার) রাত আনুমানিক ১১ টার সময় ভূরুঙ্গামারী বাজারে জুয়া খেলার সময় ১৮ জনকে জুয়া খেলার (১৫ বান্ডেল তাস) সরঞ্জাম ও নগদ চার হাজার দুই শত পঞ্চাশ টাকা উদ্ধারসহ হাতেনাতে আটক করে থানা পুলিশ।
আটকৃত ব্যক্তিরা হলেন, ভূরুঙ্গামারী থানাধীন কামাত আঙ্গারিয়া গ্রামের মিলন (৩৪) ও সোহাগ (৩২), নলেয়া গ্রামের রফিকুল (২৮), মিলন (৪৪), ফজলু, খবিরুল (৪৫), মতিয়ার (৪৫), খোকন (৩৫), আলমগীর ও শফিকুল (৪০), গোপালপুর এলাকার তাজুল (৫২), আনোয়ার (৪০), আলী হোসেন (৪০), জাহিদুল (৪২) ও খবিরউদ্দিন (৩৯), দেওয়ানের খামার এলাকার আরিফুল (৩৮), পাইকেরছড়া এলাকার এনামুল (৩৫) এবং বাগগান্ডার এলাকার হোসেন আলী (৪৫)।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত হয়ে বলেন, ভূরুঙ্গামারী উজেলায় জুয়া ও মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply