কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিগত আওয়ামীলীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হাসান মাহমুদ ও সীতাকুণ্ডের সাবেক ২ এমপি দিদারুল আলম, মামুন ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাকের ভুঁইয়া সহ চট্টগ্রাম জেলার কয়েকটি আসনের সাবেক এমপি সহ ১৮৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেছেন চট্টগ্রামের বায়জিদ বোস্তামী এলাকার ভুক্তভোগী দিদারুল আলম নামে এক ব্যক্তি।
গত সোমবার চট্টগ্রাম আদালতে এই হত্যা মামলাটি দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ জুন ২০১৭ সালে রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটিতে পাহাড় কাটার ফলে পাহাড় ধসে ১৩৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
এ ঘটনার চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এ মামলাটি দায়ের করেছেন দিদারুল আলম নামে এক ব্যক্তি। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি আমাদের সময়কে বলেন বিষয়টি তার জানা নেই। মামলা তদন্ত বা ওয়ারেন্ট আসলে আমি জানতে পারবো।