কাইয়ুম চৌধুরী,সীতাকুন্ডঃ
জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, আঃলীগ মেঘা প্রকল্পের নাম করে সীমাহীন দূর্নীতি করেছেন। আজ ব্যাংকে টাকার জন্য গেলে ব্যাংক গ্রাহকের চাহিদা মত টাকা দিতে পারছেনা।টাকা গুলো কোথায় গেল? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম?। তাই তিনি দূর্নীতি ও শোষনমুক্ত সমাজ গঠনে জামায়াতের পতাকাতলে সবাইকে সামিল হতে আহবান জানান।
আজ শুক্রবার বিকাল ৩ টায় সীতাকুণ্ডের ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী ও সহযোগী সদস্য সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেয়াকালে এ কথা গুলো বলেন।
বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর লোকমান কাদেরীর সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট এস,এম আশরাফের সঞ্চালনায় উক্ত সমাবেশে শুরু হয়।
এতে আরো বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী আলাউদ্দীন শিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চৌধুরী, উপজেলা আমীর মাওঃ মিজানুর রহমান, উত্তর জেলা শ্রমিক কল্যানের সহ সভাপতি মোহাম্মদ তাহের, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলু ও জামায়াত নেতা জসিম উদ্দীন প্রমূখ।
একই সময়ে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের কর্মী ও সহযোগী সদস্যদের সমাবেশও অনুষ্ঠিত হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply