নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ-কে সংবর্ধনা দেওয়া হয়। দীর্গ এক যুগ পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
মঙ্গলবার (২২ অক্টোবর ) বিকেলে তিনি নিজের জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়ছর এম আহমেদকে বরণ করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মুকিতের সভাপতিত্বে ও জেলা বিএনপির নেতা জিয়াউর রহিমের সঞ্চালনায়,সংবর্ধিত অতিথি হিসেবে কয়ছর এম আহমেদ বক্তব্য দেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ (মিলন), সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মল্লিক মঈন উদ্দিন।
বিএনপি নেতা কয়ছর এম আহমেদ তাঁর বক্তব্যে বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে অতিষ্ঠ ছিলাম। এক যুগ আমরা দেশে আসতে পারিনি।আত্মীয়স্বজনের কাছে আসতে পারিনি। পরিবারের সদস্যদেরও কাছে পাইনি। আজ মাতৃভূমিতে এসেছি। এ এক অন্য রকম ভালো লাগা। তিনি আরও বলেন, মামলা-হামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়।
দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রাম ও ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।