নিজস্ব প্রতিবেদকঃ
বিতর্ক একটি আর্ট বা শিল্প, বিতর্কশিল্পের মাধ্যমে একজন শিক্ষার্থী আত্মবিশ্বাসী হয়ে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে পৃথিবীতে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে বাকযোদ্ধারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাকযোদ্ধারা জাতিকে অনেক দূর নিয়ে যেতে পারে।
একজন সত্যিকারের বিতার্কিক পরামতসহিষ্ণু,আত্মবিশ্বাসী ও পরিশ্রমী হয়ে ওঠে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) সিলেট জোন কর্তৃক ‘৫ম এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৪ ‘সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. কবির খান উপর-উক্ত কথাগুলো বলেন।
সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন এনডিএফ বিডি সিলেট জোনের জোন প্রধান মোহাম্মদ খলীলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক লামাবাজার শাখার ম্যানেজার মোহাম্মদ আজিজুর রহমান। রাহিকুল হক সিদ্দিকীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শুয়াইবুর রহমান।
সিলেট বিভাগের শতাধিক শিক্ষার্থীি এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্কুল বিভাগে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বিতর্কদল ও বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের স্কুলবিতর্কদল এবং কলেজ পর্যায়ে সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ সেমিফাইনালে বিজয় লাভ করে।
আগামী ১ নভেম্বর২০২৪, শুক্রবার সিলেট নগরস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বিতর্কের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এতে কুইজ কম্পিটিশন, সংসদীয় বিতর্ক (ইংরেজি মাধ্যম), পাবলিক স্পিকিং, বারোয়ারি বিতর্ক বাংলা অনুষ্ঠিত হবে। এছাড়া আলোচনা সভা, বিতর্ক কর্মশালা, বিভিন্ন ধরনের বিতর্কের নমুনা প্রদর্শন করা হবে। ধারণা করা হচ্ছে, এ উৎসবে সারা দেশ থেকে আগত ছাত্র-শিক্ষক সংস্কৃতিকর্মী,শিক্ষা বিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দসহ পনেরো শতাধিক মানুষ উপস্থিত থাকবেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply