কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিষ্টার কে অপসারণের দাবীতে দলিল লেখক সমিতি সংবাদ সম্মেলন করেছে।তারা রেজিষ্টারের অপসারণ না হওয়া প্রযন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে ঘোষনা করেন।
সীতাকুণ্ড প্রেসক্লাবের কনফারেন্স রুমে শনিবার ( ২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মলনে উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারী আলহাজ্ব সাইফুল্লাহ কামাল লিখিত বক্তব্যে বলেন, সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিষ্টার রায়হান হাবীব রেজিষ্ট্রি অফিসে যোগদানের পর থেকে জনগণের উপর বিভিন্ন অজুহাত তুলে ঘুষ বাণিজ্যের নীল নকশা তৈরী করেন।তিনি দলিল লেখকগণকে প্রত্যেকটি দলিল রেজিষ্ট্রির জন্য ২০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবী করেন।সে দাম্ভিকতার সহিত বলেন, আমি ছাত্রলীগের ক্যাডার ছিলাম এবং অনেক টাকা খরচ করে এসেছি।তাছাড়া পাওয়ার মূলে আংশিদার জায়গা বিক্রি করলে দলিলের মূল্যের উপর ৭% টেক্স দিতে হবে,না হয় রেজিষ্ট্রি করেননা।সর্বশেষ গত ৭ অক্টোবর দলিল লেখক মোঃ হারুন অর রশিদ তার হেনেস্তার শিকার হন।ঐদিন হারুন ওয়ারিশ সূত্রে দলিল রেজিষ্ট্রি করতে গেলে সাব-রেজিষ্টার ঘুষ দাবী করে।এতে সে ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে তিনি ও অফিস কর্মকর্তা টিসি মোহরার শহীদুল্লাহ তার লাইসেন্স বাতিলের হুমকি দেন।তাই আমরা গত ২১ অক্টোবর থেকে সাব-রেজিষ্টারের ঘুষ দূর্নীতি ও দলিল লেখকগণকে হেনেস্তার প্রতিবাদে তার অপসারণ চেয়ে কার্যালয়ের সামনে আমাদের মানববন্ধন করে আসছি।
এদিকে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মোঃ রায়হান হাবীব প্রতিনিধি কে বলেন, আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগটি মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। দলিল লেখক হারুনের দলিলটি তার মুসাবিদাকৃত নয় একজন আইনজীবির এবং স্থানীয় একজন সাংবাদিক দলিলটির পক্ষ। আইনজীবি এবং দলিলটির পক্ষ গনের মাধ্যমে নিবন্ধন আইনের আলোকে পুনরায় উপস্থাপন করতে বললে সে ক্ষীপ্ত হয়ে কয়েকজন কথিত সাংবাদিক নিয়ে আমার খাস কামরায় এসে আমার সাথে দুর্ব্যবহার করেন এবং এজলাস কক্ষে স্থায়ী কর্মচারীদের সাথে অখ্যাতসাংবাদিকরা দুর্ব্যবহার, উশৃঙ্খল আচরণ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। তাই আমি হারুনকে কারন দর্শানোর নোটিশ দেই এবং তার ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করি। হারুন বিগত ২০/১০/২০২৪ই তারিখে কারণ দর্শানোর নোটিশের লিখিত উত্তর দেন এবং আমার কাছে তার উত্তর সন্তোষজনক না হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে জেলা রেজিস্ট্রার চট্টগ্রাম মহোদয়কে পত্র প্রেরণ করি।
দলিল লেখকদের সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন,সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম,
দলিল লেখক বেলাল আহমেদ,ফারুক হোসেন,সাখাওয়াত হোসেন সাহেদ,মোস্তাফিজুল হাকিম,জাহেদ হোসেন, দেলোয়ার হোসেন,মোঃ সুজন, নিপুন কুমার সেন প্রমূখ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply