সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের ফকিরহাটে এক খামারীর দুই শতাধিক ধারন ক্ষমতা সম্পন্ন একটি গরু খামার,একটি মুরগীর খামার সহ বেশ কয়েকটি বশত ঘর স্ক্যাভেটর দিয়ে গুড়িয়ে আধাঘন্টার মধ্যে দ্রুত চলে যায়।এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খামারী জানায়।
ক্ষতিগ্রহস্হ খামারী শহিদুল ইসলাম বাবুল অভিযোগে জানায়, সীতাকুন্ড থানাধীন ইকোপার্ক গেইট এলাকা মহাদেবপুর মৌজার বিএস ৩৪১,১২৬৫,১৩৬৮,১৬০৫,২৮২৯ নং খতিয়ানের দাগাদির ৩৮ শতক সম্পত্তি মৌরশী ওয়ারিশ ও খরিদা সূত্রে মালিক হয়ে
দীর্ঘদিন দখলে থেকে গরুর খামার,মুরগীর খামার ও বেশ কয়টি শ্রমিক থাকার ঘর নির্মান করে খামার পরিচালনা করে আসছি। স্হানীয় কয়েকজন ভূমিদস্যু সফিউল আলম ও তার ভাইদের আমার জায়গা ও স্হাপনার উপর কূ-নজর পড়ে।তারা আগে কয়েকবার দখলের চেষ্টা করে ব্যর্থ হয়।
আজ শনিবার (২ নভেম্বর) সকাল
খামারের গরু গুলো বাজারে নিয়ে গেলে সকাল ৯ টায় সফিউলের নেতৃত্বে প্রায় ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী দল ভাড়া করে এনে
খামারে হামলা চালায় তারা একটি স্ক্যাভেটর দিয়ে দুটি বিশাল খামার গুড়িয়ে দেয়, টি- কাটার দিয়ে আধাঘন্টার মধ্যে শতাধিক গাছ কেটে
দ্রুত চলে যায়।
জায়গার মালিক খবর পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশের একটি টিম এ এসআই আরিফ হোসেন নেতৃত্বে ঘটনাস্হলে যায় তখন হামলাকারীরা ঘটনাস্হল থেকে চলে যায়।পুলিশ উভয় পক্ষ কে থানায় যোগাযোগ করতে বলে চলে যায়।
জায়গা মালিক দাবী করে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতি করে। ক্ষতির দৃশ্যটি যারা দেখেছে তারাই ধিক্কার জানায়।
এমন ন্যাক্কারজনক ঘটনা সীতাকুণ্ড পূর্বে কোথাও হয়নি বলেও অনেকে মন্তব্য করেন।
এসকেন্দরে কাছে ভাংচুরের কারন জানতে চাইলে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।