সীতাকুন্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের বাড়বকুণ্ড উত্তর মাহমুদাবাদ জামে মসজিদ কমিটি থেকে জাতীয পার্টির যুগ্ম মহা সচিব দিদারুল কবিরকে বাদ দেয়ায় তার দলবল নিয়ে মুসল্লিদের উপর হামলা চালালে প্রায় ৭ জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে,আহত সবাই স্হানী জামায়াতে ইসলামের কর্মী বলেও জানাযায়।
মুসল্লি ও জামায়াতের সভাপতি মোঃ মশিউর রহমান জানায় আমাদের গ্রামের মসজিদের সভাপতি ছিল স্হানীয় বাসিন্দা জাতীয পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব দিদারুল কবির দিদার,দীর্ঘদিন ধরেই মসজিদের তহবিলের কোন হিসেব কিতেব দিচ্ছিলনা তিনি।
আজ জুমার নামাজ শেষে তার কাছে হিসেব চাওয়া হয়,এতে তিনি উত্তেজিত হয়ে পড়েন। গ্রামবাসী মুসল্লিগন দিদার কে মসজিদ কমিটি থেকে বাদ দেন।এতে তিনি উত্তেজিত হয়ে তাঁর দলবল নিয়ে মুসল্লিদের উপর হামলা চালায়।হামলায় প্রায় ৭ জন আহত হয়,এরমধ্যে একজনের অবস্হা আশংকাজনক। আহত কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে,চারজন চিকিৎসা নিয়ে বাড়ীতে আছে।পরবর্তিতে সিদ্ধান্ত নেয়া হবে কি করবো।
দিদারুল কবিরের মোবাইলে ফোন দিলেও তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়,তিনি নগরীতে চলে গেছেন।
এব্যাপারে বিএনপি নেতা জহুরুল আলম জহুরের সাথে যোগাযোগ করলে তিনি জানান,এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি তবে সত্য হলে দুঃখজনক। হামলায় আহতরা হলেন ফারুক,মন্জু,সুফিয়ান,পারভেজ,হাসনাত,সাদেক সহ কয়েকজন। এনিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান জানায়,মসজিদ কমিটি নিয়ে একটি মারামারির ঘটনা শুনেছি তবে কেউ অভিযোগ দেয়নাই এখনো। দিলে ব্যবস্হা নেওয়া হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply