সীতাকুণ্ড প্রতিনিধিঃ
“সমবায়ে গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম সীতাকুণ্ডে উদযাপন হলো সমবায় দিবস । শুরুতে সমবায় সমিতির বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
শনিবার ( ২ নভেম্বর)সকাল সাড়ে দশটায়
উপজেলা প্রশাসন ও সমবায় অফিসারের কার্যালয়, সীতাকুণ্ড কর্তৃক আয়োজিত ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ এই উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), আবদুল্লাহ আল মামুন, সীদাকুন্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হোসেন, সাংগঠনিক সম্পাদাক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, প্রাচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, দপ্তর ও সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।