কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড পৌরসভায় ইত্তিহাদ ফাউন্ডেশন কর্তৃক মেধা ভিত্তিক বৃত্তি পরিক্ষা গতকাল শুক্রবার ০১ নভেম্বর সকাল ১০ টায়
সীতাকুণ্ড সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে সাতশতের ও অধিক বিভিন্ন স্কুলের বিভিন্ন ক্লাশের ছাত্রছাত্রী অংশগ্রহন করেন।
পরিক্ষা কেন্দ্র পরিদর্শন ও প্রধান ঁঅতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর
মৌলানা তৌহিদুল হক চৌধুরী।
এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
আওয়ামীলীগ সরকার আমলে স্কুলের লেখা পড়া ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে
গিয়েছিল।অবশেষে তারা অটোপাশ চালু করে।এতে মেধা শুন্য হয়ে পড়ে ছাত্রদের। স্কুলের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সংগঠন এমন মেধা যাচাই প্রতিযোগীতা উদ্যোগ নিলে হারানো মেধা ফিরে পেতে পারে ছাত্রছাত্রীরা।
সাংবাদিক দবদার হোসেন টুটুল পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিধি হিসেবে ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তি, প্রবীন শিক্ষক সলিমুল্লাহ।
আরো উপস্হিত ছিলেন ফাউন্ডেশনের মোঃনুর মোহাম্মদ জাহেদ,মোঃ সানজিদুল আলম রজভী,নাসিফ ইব্রাহিম,হাসান উদ্দিন নিশন,মোঃ,রবিন হায়দার,মোঃ জুবায়েদ,মোঃ মাহমুল্লাহ,মোঃ রাকিব,মোঃইমন,মোঃ বোরহান,মোঃ আরিফ প্রমুখ। পরিক্ষার ফলাফল খুব শিগ্রি জানানো হবে।