কাইযুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্সে একদিনে ৭ (সাত) প্রসুতির নরমাল ডেলিভারী হয়েছে। সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরন্নবী রাসেদ জানান, গতকাল রাতে ভর্তি হওয়া সাতজন প্রসুতি ভোর সময়ের মধ্যেই নরমাল ডেলিভারী হয়েছে। সাত প্রসুতি ও নবজাতকরা সবাই সুস্হ আছেন।তারা দুএকদিনের মধ্যেই বাড়ী ফিরবেন। মাঝেমধ্যে একদিনে ১০/১২ জনও প্রসুতি নরমাল ডেলিভারী হয়ে থাকে এভাবে।
আজ জন্মগ্রহন করা নবজাতের মায়েরা হলেন যথাক্রমে সাদিয়া আক্তার স্বামী মোঃ রাব্বি,গ্রাম গুলিয়াখালি,সীতাকুণ্ড, পান্না আক্তার স্বামী মোঃ বাহার,ভূইয়াপাড়া, সীতাকুণ্ড, আখি আক্তার স্বামী মোঃ ইব্রাহিম, নতুনপাড়া,বাড়বকুণ্ড,সীতাকুণ্ড,
শাকিলা আক্তার স্বামী লিয়াকত আলী,উত্তর ভায়েরখিল,সীতাকুণ্ড,
তাসপিয়া স্বামী মোঃ ইসমাইল হোসেন,আমিরাবাদ,সীতাকুণ্ড পৌরসভা,রুমানা আক্তার স্বামী মোঃ আকবর হোসেন,উত্তর বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড,সাজেদা আক্তার স্বামী মোঃ হাসান,আলাকুলিপুর,সীতাকুণ্ড, চট্টগ্রাম।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply