সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাদাকাতউল্যা মিয়াজী গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টায় পাহাড়তলী থানার কর্নেলহাট এলাকায় তার নিজ বাসভবন থেকে আটক করেছে
পুলিশ।
সীতাকুণ্ড থানার অফিসার্স ইন্চার্জ
মুজিবুর রহমান আমাদের সময় কে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একাধিক মামলার আসামী বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাতউল্যা কর্নেলহাটস্হ তার নিজস্ব বাস ভবনে আছেন, দ্রুত তাকে আটকে সাদা পোষাকধারী পুলিশ অবস্হান নিয়ে তার বাসায় তল্লজসী করে তাঁকে আটক করা হয় গত শুক্রবার রাত সাড়ে ৮ টায়। বাড়বকুন্ডের জনতার উত্তেজনা দেখে মধ্যরাতে তাকে সীতাকুণ্ড আনা হয়।আজ শনিবার সকাল ১০ টায় তার বিরুদ্ধে মামলার ফাইল সহ কোর্টে চালান দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ৩ টি সরাসরি মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে।এর মধ্যে জামাত নেতা আমিনুর রহমান হত্যা মামলায় সে এজাহারভূক্ত আসামী।
এলাকাসূত্রে জানা যায়,ছাদাকাতউল্যা চেয়ারম্যান
অবৈধভাবে কয়েকবার চেয়ারম্যান হয়েছে।এলাকাবাসীর
নিরীহ লোকদের জায়গা জমি দখল,টাকা ছাড়া রেজিষ্ট্রি নিযেছে,টাকা খেয়ে অন্যাকারীদের বিরুদ্ধে রায়,বিএনপি, জামায়াত, শিবিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, তার বাড়ী পুড়া মামলায় কয়েক শত বিএনপি জামায়াত কে আসামী দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় সব মিলে বাড়বকুণ্ড বাসীকে জিম্মি করে রেখেছিল। তার আটকের খবর পেয়ে এলাকাবাসী শত শত পচাঁ ডিম সংগ্রহ করে রেখেছিল।গভীর রাতে আনাতে সম্ভব হয়নি।
চট্টগ্রাম কোর্টেও ডিম মারতে চেষ্টা করেছিল।তার আটকের খবরে এলাকাবাসী শুকরিয়া আদায় করেছিল।