কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ড ভাটিয়ারীতে বাসাবাড়ির ময়লার পানিতে সড়ক সয়লাব। গত এক মাস ধরে বৃষ্টির দেখা না মিললেও সীতাকুণ্ড ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগরের গ্রামীণ সড়কে তাকালে মনে হয় যেন সবেমাত্র মুষলধারে বৃষ্টি হয়েছে। গত পনের দিন ধরে বাসাবাড়ীর ড্রেন থেকে উপচে দুর্গন্ধযুক্ত পানিতে প্রায় ৫০ গজ সড়কের বেশির ভাগ ময়লা পানি থাকায় বিপাকে পড়েছেন চলাচলকারীরা। এই দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ীরাও। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে রয়েছে মসজিদ মাদ্রাসা, বিদ্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠান।
তাছাড়া এই ময়লাযুক্ত পানি পেড়িয়ে যেতে হয় বায়তুশ শরফ জামে মসজিদ ও সোলতানিয়া ফোরকানিয়া মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ জায়গায়।
স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে এই ড্রেনের ময়লা পরিস্কার করে ড্রেনেজ ব্যবস্থা করলে তাহলেই সমস্যার সামাধান হবে বলে তারা মনে করছেন। এ নিয়ে এলাকার সাধারণ মানুষ বলেন, সবসময় বাসাবাড়ীর ড্রেনের পানিতে সড়কটি তলিয়ে থাকায় ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।
ময়লা পানিতে সড়কটি সবসময় বেহাল অবস্থা এই ময়লা পানি নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছি।
স্হানীয় বাসিন্দা মামুন অর রসিদ বলেন,এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই ময়লা পানি পেড়িয়ে প্রতিদিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়।
তাছাড়া এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াতকারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রতিনিয়ত বৃষ্টি ছবাসাবাড়ির ময়লা পানিতে রাস্তাটির বেশির ভাগ অংশ তলিয়ে থাকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সারাবিক সহযোগীতার দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাসী।