বিশেষ (সীতাকুণ্ড) প্রতিনিধিঃ
স্বৈরাচার হাসিনার সরকারকে পতনে ছাত্রজনতার আন্দোলনকে প্রতিরোধ ও হামলা করতে জড়ো হওয়া বাড়বকুণ্ড ছাদাকাতউল্যা চেয়ারম্যানের নেতৃত্বে তার সেকেন্ড ইন-কমান্ড মুরাদ সহ শতাধিক সন্ত্রাসীকে গ্রেফতারের দাবী জানাচ্ছেন এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অবৈধভাবে নির্বাচিত ছাদাকাতউল্যা চেয়ারম্যানের এক বিশাল বাহিনী রয়েছে বাড়বকুণ্ডে, তাদের মধ্যে মান্দারীটোলার মুরাদ প্রকাশ পুলিশের দালাল মুরাদ,ভূমিদস্যু জাবেদ আল মামুন,যুবলীগের সভাপতি আকবর হোসেন,আওয়ামীলীগের ওসমান চৌধুরী,৮ নং ওয়ার্ডের খায়ের মেম্বার, নতুনপাড়ার মহিউদ্দিন,জিয়া ও জসিম সহ শতাধিক সন্ত্রাসী রয়েছে। যারা বিএনপি জামায়াতের কর্মীদেরকে মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিতেন।
গনআন্দোলনে ছাত্রজনতার উপর হামলার চেষ্টা করেছে,তাদের কে ধরে পুলিশে দেয়া এলাকাবাসীর দায়িত্ব।এই মুরাদ পুলিশ দিয়ে বিএনপি, জামায়াতের নেতা কর্মীদের ধরিয়ে পরে ছাড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন। তাঁকে (মুরাদ) ও যে যেখানে পাবেন পুলিশকে খবর দিন।