সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাসুম সহ ৬ নেতার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
মাসুম সাংবাদিকদের কে জানায়,গত ১২ নভেম্বর পন্হিছিলা বাজারে তিনি সহ ২ নং ওয়ার্ডে সেচ্ছাসেবক দলের
সভাপতি ইকবাল হোসেন,পৌর শ্রমিকদলের সেক্রেটারী, মোঃ আলাউদ্দিন,সেচ্ছাসেবক দলের সেক্রেটারী দেলোযার হোসেন,২ নং যুবদলের নেতা মোঃ মামুন,পৌর মৎস্য দলের সাধারণ সম্পাদক ইলিয়াছ ভূট্রো পন্হিছিলা একটি বাড়ীতে দাওয়াত খেয়ে বাজারে আসার পর স্হানীয় আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর মোঃ মাইমুন এর অনুসারী আব্দুল গনি,,ইকবাল,ছোট গনির নেতৃত্বে ১০/১২ জনের একটি দল তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়,তাদের লাঠির আঘাতে শরীরের বিভিন্ন স্হানে জখম হয়, দৌড়ে পার্শ্ববর্তী দোকানে গিয়ে আম্রয় নিয়ে প্রাণে বাঁচে। আহতরা চিকিৎসা শেষে মামলা করবে জানািয়েছে। প্রাথমিকভাবে থানায় জানানো হয়েছে,তাছাড়া স্হানীয় নেতৃবৃন্দ বিষয়টি মিমাংসার চেষ্টা করছে বলে জানা গেছে।
মাসুম জানায়,আওয়ামীলীগ নেতা কাউন্সিলর মাইমুন ক্ষমতা থাকাকালে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে হযরানী করেছে,তারা মাইমুন কে খোঁজ করেছিল, এরজন্য তার অনুসারীরা তাদের উপর হামলা চালায়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply