সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের জোড়আমতল এলাকায় এক জায়গা দখলকারীর হামলায় আলহাজ্ব মীর ইউছুফ আলী(৬৮) নামে এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি আরআর জুট মিলের সাবেক হিসাব রক্ষক কর্মকর্তা ছিলেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়,ইউছুফ আলীর ভাই মীর আব্দুর রহমান তার এজমালিকানাধীন জায়গার তিনভাগের এক অংশ প্রতিবেশী মৃত আব্দুল রহমানের ছেলে
মোঃ হেলাল উদ্দিনের কাছে বিক্রি করেন।জায়গা ভাগ না হওয়ায় সীমানা দিক নির্ধারন করা হয়নি।
আজ সকাল ১০ টায় ক্রেতা প্রবাসী হেলাল উদ্দিন ভাড়া করা লোকজন নিয়ে তার সুবিধামত উত্তর দিক বাঁশ দিয়ে বেঁড়া দিয়ে দখলে নিয়ে নেয়া কালে মোঃ ইউছুফ বাধা দেন এবং বলেন জায়গা বন্টন হয়নি, দিনক্ষন নির্ধারন করে বন্টনের পর তোমার ক্রয়কৃত জায়গা নিয়ে যেও,এর আগে বেড়া ও সাইনবোর্ড দিতে পারবানা,
তখন হেলাল তর্কাতর্কিতে এক পর্যাযে বৃদ্ধ ইউছুছ এর সাথে হেলালের দস্তাদস্তিতে ইউছুফ অসুস্হ হয়ে পড়ে,তাকে ধরাধরি করে প্রথমে বাড়ীতে পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃর্ত্যু ঘোষনা করে।
খরব পেয়ে এস আই আমিরুল ঘটনাস্হলে যান লাশ প্রাথমিক সুরতহাল করে মর্গে প্রেরণের ব্যাবস্হা করেন।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন,দুপুর ৩ টায় খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠিয়েছি।তদন্তে জানা যাবে কিভাবে মৃর্ত্যু হযেছে।এর পর আইনগত ব্যবস্হা নেয়া হবে।
জমি ক্রেতা বাড়িতে না থাকায তার বক্তব্য নেয়া যায়নি,তিনি পলাতক রযেছেন বলে পুলিশ জানায।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply