সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের জোড়আমতল এলাকায় ক্রয়কৃত জমি দখল নিয়ে ক্রেতা ও বিক্রেতার ভাইয়ের সাথে তর্কাতর্কি হাতাহাতিতে ষ্ট্রোকজনিত কারনে মীর মোঃ ইউছুফ’র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বৈরাচার সরকারের ধূষর আওয়ামীলীগের কিছু নেতা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলে উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি পৃথক বিজ্ঞপ্তিতে জানান। তারা গত ১৫ বছর স্বৈরাচার হাসিন সরকার বিরোধী দলের বিএনপি জামাতকে মিথ্যা মামলা দিয়ে জেল,জুলুম,হয়রানী করেছে,হাসিনা পালিয়ে গেলেও তার দলের নেতারা তাদের অপকর্ম অব্যাহত রেখেছেন।
বিবৃবিতে সাক্ষর করেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর,সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন,সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নুরউদ্দিন জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিমুদ্দিন, সোনাইছড়ি ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হেলাল,আবুল হাসেম শামিম,মোঃ হোসেন,ও জাহাঙ্গীর আলম।
পৃথক পৃথক দলীয় প্যাডে সাক্ষরিত প্রতিবাদে জানান,মীর ইউছুফের ভাই মীর আব্দুর রহমান প্রতিবেশী মোঃ হেলাল উদ্দিনের কাছে তার অংশ ০৭৫০ (সাড়ে সাত শতাংশ) জায়গা বিক্রি করে প্রায় একবছর আগে। বিক্রেতা জমি বুঝিয়ে দিতে পারছেনা তাঁর বড় ভাই ইউছুছের বাঁধায়,হেলাল তাঁর ক্রয়কৃত জায়গা মেপে দখলে নিয়ে নেয়,এসময় ইউছুফ সাহেব বাধা দিলে দুপক্ষের সাথে তর্কাতর্কি সামান্য ধাক্কাধাক্কি হয়,এসময় পূর্বে থেকেই হার্ডের রোগী ইউছুফ’র বুকে ব্যাথা উঠলে তাঁকে লোকজন বাড়ীতে ও পরে হাসপাতালে নিয়ে যায,সেখানে তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে আওয়ামীলীগ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে দাবী করেন।
তাঁরা প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। সাথে সাথে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রঃচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply