কাইয়ুম চৌধুরীর,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে আনন্দ-সিপ এনজিও’র জলবায়ু সহনশীল জীবিকায়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প” এর আওতায় বিনামূল্যে কমিউনিটি পর্যায়ে গরুর খুরা রোগ প্রতিরোধে গবাদি পশুর টিকা প্রদান সম্পন্ন হয়েছে। এই উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় মহাদ্দ পশ্চিম সৈয়দপুর এলাকায় এই কার্যক্রমের সমাপনী দিনে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু ।এতে আরও উপস্থিত ছিলেন আনন্দ-সিপ কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃআবুহানিফ,আনন্দ সিপ ট্রেনিং অফিসার মোঃহাসানুরজ্জামান,সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ।জানা যায় গত ৫ই নভেম্বর থেকে ১৯ শে নভেম্বর প্রর্যন্ত এই কার্যক্রমের আওতায় ১নং সৈয়দপুর ও ৪নং মুরাদপুর ইউনিয়নে ৮টি কেন্দ্রে মোট ২০২০ টি গবাদি পশুর গরুর খুরা রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে।উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বক্তব্যে বলেন, গরুর খুরা রোগ প্রতিরোধে অবশ্যই গরুকে বছরে ৩ বার খুরা রোগের টিকা প্রদান করতে হবে । যদিও আমরা অনেক সময় খুব রিমোট এলাকায় গিয়ে এই ধরনের টিকা কার্যক্রম করা সম্ভব হয়ে উঠে না। আনন্দ-সিপ কে ধন্যবাদ জানাই উনারা একেবারে রিমোট এলাকায় এধরনের কার্যক্রম হাতে নিয়েছে।আনন্দ ও সিপ মাঠ পর্যায়ে যথেষ্ঠ দক্ষতার সাথে পরিবার উন্নয়নের কাজ করে যাচ্ছে আমি চেষ্টা করি উনাদের এধরনের উন্নয়ন কাজে সবসময় পাশে থাকতে।এ ধরণের কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্রদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।