কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের প্রাণপুরুষ শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬ তম আবির্ভাব তিথিকে ঘিরে এক ধর্মীয় সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে শংকর মঠ ও মিশনের পাদদেশে নির্মিত বিশ্বনাথ মন্দিরে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহা সচিব লায়ন আসলাম চৌধুরী এফ সিএ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো.আসলাম চৌধুরী বলেন,শংকর মঠ ও মিশনের প্রাণপুরুষ শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরদানন্দ গিরি মহারাজ ছিলেন আধ্যাত্মিক ধর্মীয় সাধক। তিনি বিজ্ঞানের মাধ্যমে ধর্মীয় সাধনা কে কাজে লাগিয়ে মানুষের মাঝে শান্তির বাণী প্রতিষ্ঠায় আমৃত্যু কাজ করেছেন। তার নিরলস প্রচেষ্টায় শংকর মঠ মিশনে রূপান্তরিত হয়েছে। সমাদৃত হয়েছে বিশ্বব্যাপী। তিনি ধর্মীয় চেতনার পাশাপাশি বিশ্বহিতের কল্যাণে কাজ করেছেন আজীবন।
শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি মহারাজ এর সভাপতিত্বে অবির্ভাব তিথি ও ধর্মীয় সভায় অতিথি হিসেবে উপস্হিত ও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোঃ সালাউদ্দিন,জেলা সদস্য ইউছুফ নিজামী,জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মোরছালিন,জেলা কৃষকদলের আহবায়ক বদরুল আলম বদরুল,সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন,পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমদ ছলু, বিএনপি নেতা জয়নাল আবেদীন দুলাল, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর সামছুল আলম আজাদ, জেলা ছাত্রদলের নেতা আওরঙ্গজেব মোস্তফা,পৌর বিএনপি নেতা মোজাহিদুল আশরাফ,উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী মোঃ সেলিম। অনুষ্ঠানে বিভিন্ন নেতৃবৃন্দ ও সনাতন ধর্মীয় অবালম্বী সাধু সন্যাসী,হাজার হাজার ভক্তবৃন্দ উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি আসলাম চৌধুরী বলেন,আমাদের দেশে সংখ্যা লঘু,সংখ্যা গুরু বলতে কিছু নেই,আমরা সবাই বাংলাদেশী।
সবাই যার যার অবস্হান থেকে
সংসারিক পরিচালনার পাশাপাশি দেশের মানব কল্যাণে কাজ করে যাচ্ছি,কেউ ধর্মীয় কাজে,কেউ মানব কল্যানে,কেউ দেশ উন্নয়নে তবে সবই মানব কল্যাণে।আমরা সবাই কাধে কাধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তিনি শংকর মঠ ও মন্দিরের পাহাড় ধ্বসে ক্ষতিগ্রহস্হ জায়গা গাইড ওয়াল সহ সকল উন্নয়নে কাজ করে যাবেন বলেও ঘোষনা দেন।
শংকর মঠ ও মন্দিরের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি মহারাজ বলেন,আজকের প্রধান অতিথি লায়ন আসলাম চৌধুরী এস সি এ আমাদের সীতাকুণ্ডের সম্পদ,তিনি একজন উচ্চ শিক্ষিত নেতা, তিনি রাজনীতি শুরু থেকেই মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন, উনার শুনাম দেশে বিদেশে রয়েছে। এই শংকর মঠে তিনি পূর্বেও অনেক সহযোগীতা করেছেন,আগামীতেও অনেক অনেক সহযোগীতা করে যাবেন বলে প্রস্তুতি ও নিয়েছেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply