সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেযারম্যান আরিফুল আলম রাজুকে ডবলমুরিং মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাত ৩ টায় মনছুরাবাদ এলাকা থেকে আটক করেছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ জানায়, মনছুরাবাদস্হ ঐতিহ্যবাহী আব্দুল হাকিম ভূইয়া বাড়ীতে সীতাকুণ্ডের এক বড়মাপের আসামী অবস্হান করছে গোপন সূত্রে খবর পেয়ে ডবরমুরিং এলাকার এডিসি (সহকারী পুলিশ কমিশনার)এর নেতৃত্বে ওসি,কয়েকজন এসআই, এ এসআই সহ বিশাল বহর
পুলিশ, ডিবি,ঐ এলাকায় হানা দেয়।
কযেকবাড়ী তল্লাশি শেষে উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম রাজু কে আটক করে,তবে পুলিশ অন্য একজন বড় নেতার (এস এম আল মামুন) অবস্হান করছে।
কিন্তু অপারেশনে ভূল তথ্য পেয়েছেন।
রাজু কে সীতাকুণ্ড থানা দায়েরকৃত মামলায় আজ শুত্রবার কোর্টে চালান দিয়েছে।
উল্লেখ্য যে,চলতি বছরের ৮ ই মে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে একতরফা ভোটে রাজু নির্বাচিত হয়।
সে নির্বাচিত হওয়ার একমাস পরই কোটা আন্দোলন শুরু হলে জুলাই থেকে তিনি আর অফিস করতে পারেননি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply