সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি,
শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সীতাকুণ্ডে "শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস, চট্টগ্রাম গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।জেলা তথ্য অফিস চট্টগ্রাম মো. সাঈদ হাসান সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ চট্টগ্রাম এসবিসি অফিসার, আব্দুল জলিল,মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মহিউদ্দিন চৌধুরীর, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী,সমাজ সেবা অফিসার লুৎফন নেচ্ছা, মহিলা বিষযক অফিসার নাজমুন নাহার, , সাংগঠনিক সম্পাদক আবদুলা আল ফারুক, রেডিও সাগর গিরি স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরী, সাংবাদিক নির্দেশ বড়ুয়া, সাইদুল হক,জাহাঙ্গীর আলম,প্রমুখ।