সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড যাত্রীসেজে চালককে নেশাজাতিয় কিছু শুকিয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই করেছে ছিনতাইকারী চক্র।
বাড়বকুণ্ড সেবা পেট্রোল পাম্প সংলগ্ন বাসিন্দা অটোরিক্সা চালক বাবুলের ছেলে ফরহাদ হোসেন জানায়,সীতাকুণ্ড থেকে দুজন লোক তার রিক্সাটি ভাড়া করে চাড়ালকান্দি পর্যন্ত আসা যাওয়া পাঁচশত টাকা, চাড়ালকান্দি পিএইচপি গ্লাস কোম্পানীর কাছে ব্রীজের কাছে এসে দাড়া করায়,চালক ফরহাদের মুখে কি গুজে দিয়ে তাকে ধরে ব্রীজের নিচে ফেলে দিয়ে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করতে আসতে চাইলে মালিক তাকে আসতে দেয়নি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply