বিশেষ সংবাদদাতা,সীতাকুণ্ড:
চট্টগ্রাম সীতাকুণ্ড প্রেসক্লাবের রাস্তা দখল করার জন্য এক নেতার নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতারাতি বিল্ডিং এর পিলার তোলার মহোৎসবে মেতে উঠেছে।
সন্ত্রাসী গত কয়েক দিন ধরে সন্ত্রাসী বাহিনী দিয়ে জেলা পরিষদের বরাদ্দকৃত ৪ লাখ টাকার আর সিসি ঢালাইকৃত সীতাকুণ্ড প্রেসক্লাবের নির্মাণকৃত রাস্তাটি দখল করে বিল্ডিং এর পিলার তোলার কাজ করে যাচ্ছে ৫ আগষ্টে হঠাৎ জেগে উঠা একটি চক্র। তারা সন্ত্রাসী ভাড়া করে একটি দলের বড় নেতার নাম ভাঙ্গিয়ে রাত দিন কাজ করে যাচ্ছে চক্রটি।
এধরনের দখলবাজির কার্যকলাপ তাদের বিরুদ্ধে অভিযোগ আরো আছে।সীতাকুণ্ড থানা পুলিশ সন্ত্রাসী বাহিনীর কাছে অসহায় হয়ে পড়ার কারণে তারা হিংস্র বেপরোয়া হয়ে নির্মাণ কাজের গতি আরো বাড়িয়ে দিয়ে রাতদিন কাজ করে যাচ্ছে।বিগত দুই বছর আগে প্রেসক্লাবের রাস্তাটি অসংস্কার থাকা অবস্হায় আব্দুল হামিদ ভূঁইয়া ওয়াক্ফ এষ্টেটের মোতোয়ালী শরিয়ত উল্লাহ ও রেজওয়ান উল্লাহ ৩০০/- (তিনশত) টাকার ষ্ট্যাম্পে উক্ত রাস্তাটি সংস্কার করে ব্যবহারের জন্য লিখিত দেন।তখন সাবেক প্রেসক্লাবের নেতৃবৃন্দ জেলা পরিষদে রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করে।আবেদনের আলোকে জেলা পরিষদ ৩ (তিন) লাখ টাকা বরাদ্দ দিয়ে রাস্তাটি আর সিসি ঢালাই দিয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের চলাচলের জন্য উপযোগী করা হয়।তৎকালীন আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়েও উক্ত রাস্তাটি দখল করতে ব্যর্থ হয় এই চক্রটি।কিন্ত ক্ষমতার পটপরিবর্তনের পর পর তারা আরেক সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে রাস্তাটির উপর বিল্ডিং করার জন্য রাতদিন কাজ করে দখলযজ্ঞ চালাচ্ছে।
পাশাপামি সীতাকুন্ড প্রেসক্লাবের সাংবাদিকরা সন্ত্রাসীদের কাছে অসহায় ও নিরাপত্তাহীনতায় ভোগছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply