মোঃ জামিল হোসেন:
রাতে সীমান্ত অতিক্রম করে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাগানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) রাত ৮ টার দিকে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের -মো.শফিকুল ইসলামের পুত্র মো.সাইফুল ইসলাম সোহাগ (২০) ও বাগানবাড়ি গ্রামের মো.কুনু মিয়ার পুত্র মো.শহিদ মিয়া (২২)।
এব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, বৃহস্পতিবার রাতে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা মামলাসহ চক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply