স্টাফ রিপোর্টার (সীতাকুণ্ড) চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসকন নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল করে। শুক্রবার ২৯ শে নভেম্বর দুপুর ২টায় সীতাকুন্ড আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে উত্তর বাজার বাইপাস পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি ইমরান বলেন চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী
সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যার করছে ইসকন বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে গত কয়েকদিন তারা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা তৈরির চেষ্টা করছে। বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ করতে হবে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা সীতাকুন্ডের উপজেলার সাবেক আমির তৌহিদুল হক চৌধুরী বলেন চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে ইসকনের উগ্রবাদী সদস্যরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে হত্যা করেছে। কোর্ট প্রাঙ্গণে আইনজীবীরা যদি নিরাপদে না থাকে তাহলে কোথায় তারা নিরাপদে থাকবে। ইসকনের উগ্রবাদী সন্ত্রাসীরা দেশে হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে এই সকল উগ্রদেরকে কঠোর হস্তে দমন করতে হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply