জামিল হোসেনঃ
(৩০শে নভেম্বর) শনিবার সকাল ১১ঘটিকায় বিসমিল্লাহ একাডেমির হল রুমে ফাউন্ডার শামিম আহমদ এর পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন ক্বারি খালেদ আহমদ।
সভাপতিত্ব করেন ফাউন্ডার মাওলানা আলী আসগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংপুর ইউনিয়নের ৪ বারের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন,বিসমিল্লাহ একাডেমির ফাউন্ডার মাওলানা জুয়েল আহমদ আমিনী,মানিক আহমদ,সুরুজ্জামান শিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈসরাইল আলী মেম্বার,আমির হোসেন আমু,আব্দুল হক শাকিল,ডাঃ আজহার আলী,ক্বারি আরব আলী,হান্নান আকাশ,সানোয়ার হোসেন,রিপন মাহমুদ,সুরুজ আলী,সাবেক মেম্বার আব্দুস সালাম খাঁন,মাওলানা মাহবুব মু. সেজু মাহী,ক্বারি ফারুক আহমদ প্রমুখ।
প্রধান অতিথি সহ বক্তারা তাদের বক্তব্যে খাইরগাঁও বিসমিল্লাহ একাডেমির সফলতা ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং গ্রামের সকলকে খাইরগাঁও বিসমিল্লাহ একাডেমিতে ছাত্র ছাত্রী ভর্তি করার আহবান জানান।
পরিশেষে মোনাজাত ও শিরনী বিতরণের মাধ্যমে খাইরগাঁও বিসমিল্লাহ একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply