কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
সমাজ যতদিন মাদকমুক্ত না হবে ততদিন সমাজ সন্ত্রাসমুক্ত হবেনা,সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যার যার এলাকা থেকে মাদকমুক্ত করতে হবে,তারপর সমাজে সন্ত্রাস নির্মূল সহজ হয়ে যাবে।
আজ রবিবার (০১ ডিসেম্বর) বিকাল ৪ টায় সীতাকুণ্ডের কুমিরা ০৩ নং ওয়ার্ডের দক্ষিন মসজিদ্দা যুব সমাজ আয়োজনে মাদকমুক্ত সমাজ চাই দাবীতে এক সমাবেশ ও র্যালী অনুষ্ঠানে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্হানীয় সামাজিক সংগঠন উদ্দীপ্ত কাফেলার পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক আলীর সভাপতিত্বে ও মোঃ নূরুল আনোয়ারের উপস্হাপনায় এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস মনির,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শামসুদ্দোহা,কুমিরা ইউনিয়ন জামায়াতে ইসলামের সমাজ কল্যান সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দীন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক আব্দুল্লাহ,কুমিরা (০৩) নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নূরুল মুক্তার মামিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খুরশেদ আলম।
অনুষ্ঠানে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সিনিয়র সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, যুবনেতা সালাউদ্দিন টিটু, মোঃ ইদ্রিস মিয়া সহ সর্বদলীয় ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সভাস্হল থেকে শুরু করে একটি র ্যালী ছোট কুমিরা বাজার পর্যন্ত গিয়ে সমাপ্ত হয়।
বক্তারা বলেন,কুমিরা প্রতিটা ওয়ার্ডে, পাড়ায় মাদকের ছড়াছড়ি,এর মূল নায়িকা হলো মাদক সম্রাগী মিনু, তার বিশাল বাহিনী দিয়ে পুরো ইউনিয়ন মাদক সরবরাহ করে আসছে।
আওয়ামীলীগ আমলে স্হানীয় চেয়ারম্যান মোরশেদ চৌধুরীর আশ্রয় প্রশ্রয়ে মিনু বিশাল মাদক আস্তানা গড়ে তোলে। মিনু মদ বিক্রয়ের টাকা দিয়ে আওয়ামীলীগে ১৮ জনকে হজ্ব ও করিয়েছে, মদ বিক্রয়ে যে বিরোধীতা
করেছে তাকেই মিনু আক্তার মামলা দিয়ে হয়রানী করেছে চেয়ারম্যানের সহযোগীতায়। স্হানীয় অনেক তরুন মিনুর মিথ্যা মামলায় হয়রানী হয়েছে ও জেল খেটেছে। তাঁর এই মাদক অস্তানা আর থাকতে দেয়া যায়না। এতে প্রশাসনের সহযোগীতা চান এলাকাবাসী।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply