নিজস্ব প্রতিনিধিঃ
ঐতিহাসিক সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ৩দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির এ প্রথম দিনে শেষ অধিবেশনে বয়ান পেশ করছেন আমীরুল মুজাহিদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দাঃবাঃ ,পীর সাহেব হুজুর চরমোনাই।বাংলাদেশ মুজাহিদ কমিটি, সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে ৬,৭,৮,ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি শুক্র, শনি ও রবিবার ৩ দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির অনুষ্ঠান।
আজ ৮ ডিসেম্বর বিকাল চারটায় সিলেট ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুজাহিদ কমিটি, সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বিশেষ অতিথি অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুছ আহমাদ মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী পরিচালক, তা'লীমুল ইসলাম ইনস্টিটিউট ঢাকা মুফতী রেজাউল করীম আবরার সেক্রেটারি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুফতী মঈনুদ্দীন খান তানভীর সহ-সাংগঠনিক সম্পাদক [সিলেট বিভাগ], জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ প্রথমে এক এক করে আলোচনা শুরু করেন। আলোচনা শেষে নামাজের বিরতি। পরে আবারো আলোচনা শুরু হয়।
এর আগে ৭ ডিসেম্বর তিনি বলেছিলেন ইসলাম দেশ ও মানবতার মুক্তির জন্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।তিনি আরো বলেন, আমাদের সুন্দর শান্ত দেশটাকে অশান্ত করতে, দেশের অগ্রগতিকে রুখে দিতে, সুন্দর আগামীর অগ্রযাত্রা কে বাধাগ্রস্ত করতে ,ভ্রাতৃত্ব পূর্ন ও সৌহার্দ্যময় পরিবেশকে রক্তাক্ত করতে, একদল দেশদ্রোহী আগুনে ঘি ঢালার কাজ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের আপামর জনতা কখনো এদেরকে বাংলার মাটিতে ঠাঁই দেবে না, অতীতে যেভাবে বিতাড়িত করেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ।বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, খলিফা পীর সাহেব চরমোনাই রাহঃ, হযরত মাওলানা নুরুল ইসলাম, পীর সাহেব বারইগ্রামী, হযরত মাওলানা মোস্তফা কামাল সাহেব, শায়খুল হাদীস ও নির্বাহী মুহতামিম, জাউয়া বাজার মাদ্রাসা, হযরত মাওলানা মুফতী আবুল হাসান সাহেব, ইমাম ও খতীব কেন্দ্রীয় জামে মসজিদ জকিগঞ্জ, সিলেট।