চট্টগ্রামের সীতাকুণ্ডের টেকনো ফিলিং স্টেশনের সামনে বুধবার ১২,০২,২০২৫ চট্টগ্রাম থেকে ঢাকাগামী এক ব্যক্তিকে তল্লাসি করে সীতাকুণ্ড মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মাহমুদুর হাসান ও সঙ্গীয় পোর্স। এসময় ১২৪০ পিস ইয়াবাসহ মকতুল হোসেন পিতা- আব্দুল শুকুর, গ্রাম- নোয়াখালী পাড়া, থানা- টেকনাফ, কক্সবাজার, নামে এক যাত্রীকে আটক করেছে।
উক্ত ব্যক্তির আচরণগত ভিন্নতা দেখলেই প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে চেকাপের জন্য প্রেরণ করা হয়। মেডিকেল চেকআপে মকতুল হোসেনের পেটের ভিতর ইয়াবার চিত্র ধরা পড়ে।
পরে বিশেষ কায়দায় পেট থেকে পাঁয়ুপথ দিয়ে ১২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আসামীকে থানায় এনে মামলা দায়ের করা হয় বলে জানান সীতাকুণ্ড মডেল থানার অফিসার্স ইনচার্জ মুজিবুর রহমান। বৃহস্পতিবার ১৩,০২,২০২৫ ইংরেজি আসামী মকতুল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply