সনাতন-হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান সীতাকুণ্ড আসন্ন ‘শিবচতুর্দশী ও দোল পূর্ণিমা উৎসব’ উপলক্ষে ‘সীতাকুণ্ড মেলা-২০২৫’ উদযাপন ও পরিচালনা সম্পর্কিত প্রস্তুতিমূলক সভা আজ ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেন, সহকারী কমিশনার শাহীদ ইশরাক, সহকারী পুলিশ কমিশনার মো: নুরুল ইসলাম সিদ্দিক, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানসহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সীতাকুণ্ড স্রাইন কমিটি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সভায় মেলা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকল কে আন্তরিকভাবে কাজ করার জন্য সর্বসম্মতি হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply