অনেক নাটকের পর সীতাকুণ্ড গুলিয়াখালী সী-বিচে বেড়াতে গিয়ে অপহরণ ও শ্লীতাহানীর অভিযোগে এলাকার ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এক জনকে আটক করেছে,বাকি তিনজন গা-ঢাকা দিয়েছে।
আটককৃতদের মধ্যে মামলার এক নম্বর আসামী হলো মোঃ রাকিব, সে গুলিয়াখালী এলাকার অলি আহমদের ছেলে। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন।
মামলায় অভিযুক্ত চার আসামীরা হলেন , রাকিব (২৮), পিতা- অলি আহমদ, মোঃ রিপন (৩৫) পিতা-অজ্ঞাত, সে সন্দ্বীপ উপজেলার বাসিন্দা এবং গুলিয়াখালী সৈকতে জিয়ানি হোটেলের কারিগর, মোঃ পারভেজ ( ২৭), পিতা-নুর আলম ভুঁইয়া, সে নিষিদ্ধ সংগঠন ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং গুলিয়াখালী গ্রামের বাসিন্দা, মোঃ হাসান (৩০), পিতা- শাহাজাহান, রমজান আলী বাড়ির বাসিন্দা।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান জানান, একজনকে আটক করা হয়েছে, বাকি পলাতক আসামীদের আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে, অপরাধ করে কেউ পার পাবেনা।
উল্লেখ্য: এঘটনা ধামাচাপা দিতে একটি মহল প্রকৃত ঘটনাকে আড়াল করে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলেও ব্যাপক প্রচার প্রসারের কারণে শেষ শেষ পর্যন্ত মামলা হয়েছে এবং অপরাধীদের মধ্যে একজনকে আটকও করা হয়েছে।