সংসারে জীবিকার তাগিদে ছোট একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন টিটু সূত্রধর (৩৫)। প্রায় দশ বছর যাবত ব্যবসা করতে গিয়ে বেশ লোকসান ও বাকিতে বেচাকেনা করে বেশ ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের চাপ সইতে না পেরে অবশেষে আজ শনিবার বিকেলে সন্ধ্যায় বিষপ্রাণ করে অত্মহত্যার পথ বেছে নেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বাশঁবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহমতের পাড়ার স্বপনসূত্র ধরের ছেলে টিটু ইউনিটেক্স মিলস’র সামনে চৌধুরী মার্কেটে একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করেন ২০১৩ থেকে। বাকিতে বিক্রির টাকা আদায় না হওয়ায়, মালামাল ক্রয় করতে গিয়ে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন টিটু, একদিকে বাকি বিক্রির টাকা আদায় না হওয়ায়,অপরদিকে পাওনাদারদের অধিক চাপ সইতে না পেরে সর্বশেষ আত্মহত্যার পথ বেছে নেন তিনি। আজ বিকেল ৫ টায় বিষপ্রাণ করলে পরিবারের লোকজন তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান, সেখানে রাত ৮ টায় তিনি মৃর্ত্যুবরণ করেন।
স্হানীয়রা জানায়,টিটুধর চৌধুরী মার্কেটে বেশ পরিচিত মুখ। সকলের সাথে তার খুব ভাল সম্পর্ক রয়েছে,পরিচিত বন্ধু বান্ধবদেরকে বাকি দিয়ে তার দোকানের মূলধন হারিয়ে ফেলে। মালামাল দোকানে তোলতে অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েন, সামনে ঈদ তাই পাওনাদারদের টাকা পরিশোধের চাপ দিতে থাকে।
এতে সে মনোবল হারিয়ে ফেলে। গতকয়েকদিন ধরে তাকে হতাশ হতাশ দেখাচ্ছিল বলে জানা গেছে। তার বাবা,মা,স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে। তার মৃত্যুতে চৌধুরী মার্কেটের ব্যবসায়ীরা মর্মাহত বলে জানায়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply