চট্টগ্রাম সীতাকুণ্ড সদর থেকে তমা দাশ (১৭) নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ, এব্যাপারে ছাত্রীর মা সীতাকুণ্ড মডেল থানায় জিডি করেছেন।
জিডি সূত্রে জানা যায়,তমা দাশ সীতাকুণ্ড মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী,সে গতকাল কলেজে আসার পর আর বাড়ী ফিরেনাই তার মোবাইলও বন্ধ,অনেক খুজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তার মা বাবলী দাশ গুপ্ত সীতাকুন্ড থানায় জিডি করেছেন। জিডি নং- ১৮২০ তারিখঃ২৯,০৪,২০২৫ ইং, পিতা- মহিন্দ্র চৌধুরী,মাতা- বাবলা দাশ গুপ্ত, পূর্ব সৈয়দপুর,জাফর নগর,সীতাকুণ্ড। জিডিতে উল্লেখ করেছেন প্রতিবেশী একজনের সাথে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে। এর সত্যতা যাচাই করতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিবেশী একজন তাদের সাথে জমি নিয়ে বিরোধ করে আসছে, তারা সব সময় আমাদের ক্ষতি করতে পিছু লেগেছে। তাদেরকে তার মেয়ে নিখোঁজে জড়িত সন্দেহ হয়। পুলিশ ভাল করে তদন্ত করলে সঠিকটা বের হয়ে আসবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply