সীতাকুণ্ড প্রতিনিধিঁঃ
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর ও চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের সংসদ পদপ্রার্থী মোঃ আলাউদ্দিন সিকদার।
সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিছবাহুল আলম রাসেলের সভাপতিত্বে
এতে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ পদপ্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আকবর প্রমূখ।