ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার মধুকুনি গ্রামে আল ফজল ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং এতিম শিশুদের আর্থিক ও পুষ্টি সহায়তা প্রদান করা হয়েছে।
আজ রবিবার বিকেলে আয়োজিত এ মানবিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও ফাউন্ডেশনের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, এ ধরনের সমাজসেবামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আল ফজল ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের জন্য আমি তাদের অভিনন্দন জানাই।
আয়োজকরা জানান, ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্র ও মানবকল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস ও এতিম শিশুদের মধ্যে সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply