জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন কলেজ সংলগ্ন চন্দনাইশ সংযোগ সড়কে। শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়নে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস পালন করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলা শাখা। ১ মে ২০২৫ বৃহস্পতিবার সকালে শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলার উদ্যোগে একটি রেলি বের করে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে গাছবাড়িয়া পুরাতন কলেজ ভবনের পাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর দায়িত্বশীলগণ আলোচনায় অংশ নেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কমর উদ্দিন শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক নিজামীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা আমির ও প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ কুতুব উদ্দিন, প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ শফিউল আলম। বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ও উপদেষ্টা মাওলানা কাজী মোঃ কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মাওলানা নাজিম উদ্দিন, হাফেজ মোহাম্মদ আলম ও মাস্টার তৌকির আহমদ, আব্দুল মুবিন, মাওলানা জসিম উদ্দীন ব্যবসায়ী কামরুল ইসলাম, আব্দুর রহিম,মোহাম্মদ আইয়ুব প্রমুখ।
প্রধান বক্তা জুলাইঅভ্যুত্থানে নিহত ২ হাজারের অধিক শহীদের মাগফিরাত ও ৩০ হাজারের অধিক আহতদের সুস্থতা কামনা করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply