ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতকে পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি, চোরাকারবারি ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৭২০ ক্যান রেডবুল, ৮০ প্যাকেট ফুচকা, ১৫৩ বোতল বিদেশি মদ, ৩ বস্তা ভারতীয় চিনি এবং দুটি সিএনজি ও একটি টমটম গাড়ি জব্দ করা হয়েছে।
শনিবার (৩ মে) দিবাগত রাতে ছাতক থানার এসআই সিকান্দার আলী, এসআই আখতারুজ্জামান, লএসআই আব্দুর রহিম, এসআই গোলাম সারোয়ার ও এএসআই নাছিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে গোবিন্দগঞ্জ গোলচত্বরের উত্তরে একটি পাকা রাস্তা থেকে টুকেরবাজার শাহাপুর গ্রামের মোখলেস মিয়ার ছেলে জুনাইদ আহমদ (২৮), আব্দুল মান্নানের ছেলে জুনেদ আহমেদ (২৪) এবং বিশ্বনাথ উপজেলার মৃত গেম্বর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭২০ ক্যান রেডবুল, ৮০ প্যাকেট ফুচকা ও একটি সিএনজি জব্দ করা হয়। এ ঘটনায় ছাতক থানায় মামলা নং-০৫(৫)২০২৫ রুজু করা হয়েছে।
দ্বিতীয় অভিযানে কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে শান্তিগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের সুমন মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১১৩ বোতল এসি ব্ল্যাক ও ৪৮ বোতল অফিসার’স চয়েস মদ এবং একটি সিএনজি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা নং-০৬(৫)২০২৫ দায়ের করা হয়।
একই রাতে তৃতীয় অভিযানে ছাতক পৌরসভার কোর্ট রোড এলাকা থেকে দোয়ারাবাজার উপজেলার জালিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে খোরশেদ আলম (৪০) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তিন বস্তা ভারতীয় চিনি ও একটি টমটম গাড়ি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা নং-০৭(৫)২০২৫ রুজু করা হয়েছে।
এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি লিটন মিয়াকেও (২৮) একই রাতে গ্রেফতার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, “গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ছাতকে মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply