সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের বড় কুমিরায় কেএসআরএম রড কারখানার গেইটের সামনে কারখানার লরির চাকায় পিষ্ট হয়ে মোঃ দিদারুল আলম (১৮) নামে এক কোরআনের হাফেজ নিহত হয়েছেন। নিহত দিদারুল আলম পূর্ব-দক্ষিণ ঘোড়ামারা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন ছাত্র ও দোল্লা ফকির জামে মসজিদের মোয়াজ্জেম এবং ঘোড়ামারা এলাকার মৃত জানে আলমের পুত্র বলে জানা গেছে।
আজ রোববার (৪ মে) দুপুর সোয়া ১১টার সময় উপজেলার বড় কুমিরায় কেএসআরএম ও রয়েল সিমেন্ট কারখানাস্থ গেটের সামনে এই মর্মাস্তাক ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা ও বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন আমাদের জানান, হাফেজ দিদারুল আলম সাইকেল চালিয়ে যাওয়ার সময় কেএসআরএম ও রয়েল গেটের সামনে একটি মিনিবাসের ধাক্কায় পড়ে গেলে এসময় কেএসআরএম স্টিল মিলের লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানায়, দূর্ঘটনার খবর শুনেছি,হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্হা নিয়েছেন।
এদিকে দুপুর দেড়টায় একই এলাকায় একটি সিএনজি টেক্সিকে অজ্ঞাত একটি গাড়ী পিছন থেকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা দুজন ছাত্র ৩ জন ছাত্রী মোট ৫ জন পরিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় একজনকে চমেক হাসপাতালে প্রেরণ করেছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply