জসিম উদ্দীন ফারুকী, বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চন্দনাই উপজেলার বৈলতলী ঘাটঘর এলাকায় সাঙ্গু নদীর চন্দনাইশ অংশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ শ্রমিককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বৈলতলী ঘাট থেকে দোহাজারী ব্রিজ পর্যন্ত নদীর চন্দনাইশ অংশে অভিযান পরিচালনার মাধ্যমে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আব্দুল শুক্কুরের ছেলে আব্দুল হান্নান (৩০) ও কক্সবাজার জেলার উখিয়া কুতুবপালং এলাকার খবির রহমানের ছেলে মতিউর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, ‘সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারায় দুজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসানসহ পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply