বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ভূইগাঁও ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে (৬ মে ) মঙ্গলবার ভূইগাঁও সমাজ কল্যাণ পরিষদ ও বৃহত্তর ভূইগাঁও এলাকাবাসীর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা এক অনন্য সামাজিক সম্প্রীতির উদাহরণ হয়ে ওঠে। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক জনাব তালেব আলী সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পরিষদের ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ খালেদ মিয়া। সভাটি পরিচালনা করেন মোঃ আশরাফ আলী,সহযোগিতায় ছিলেন জনতা ডিগ্রি কলেজের প্রফেসর জসীমউদ্দীন, মাস্টার আব্দুল মজিদ, মাস্টার আসকর আলী, রহিদ আলী, গোলাম মোস্তফা, রিয়াজ, মাওলানা আবুল হাসনাত, নিজাম উদ্দিন, মাশুক আলী, জিতু মিয়া, জামাল আহমদ মেম্বার, শাহজাদা সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই সভার অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছে প্রবাসীদের অংশগ্রহণ।
ভার্চুয়ালি যুক্ত ছিলেন, বীরগাঁও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাজী খালিক মিয়া, আশক আলী, গয়াস মিয়া, সেলিম আহমদ, বাসিত মিয়া, সামসু মিয়া, রেহেনা বেগম, ফজলু মিয়া, আব্দুল মানিক, জয়নাল আবেদীন মাস্টার, আব্দুল কুদ্দুস, রুহুল আমিন সহ আরও অনেকে।
সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে যুবসমাজের মধ্যে সচেতনতা ও নেতৃত্ব তৈরি প্রবাসীদের অভিজ্ঞতা ও সম্পৃক্ততার মাধ্যমে সমাজ উন্নয়ন বক্তারা বলেন, এই সমাজ আমাদের, এই দায়িত্বও আমাদের। একতাবদ্ধ থেকে কাজ করলে ভূইগাঁওকে আমরা একটি মডেল গ্রামে পরিণত করতে পারি। সভা শেষে এক প্রীতিসম্মেলনের মাধ্যমে অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। এটি ছিল শুধুমাত্র একটি সভা নয়, বরং এক ঐক্য, দায়িত্ববোধ ও ভালোবাসার প্রতীক।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply