কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাণিজ্য মন্ত্রণালয়ের "প্লাস্টিক প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল" ও "বাংলাদেশ পেট ফ্রের ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন" এর যৌথ আয়োজনে Workshop on "Fire Safety, Health and Hygiene" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ই মে) সকাল ১০টায় থেকে দিনব্যাপী সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত ব্রাদার্স ট্রেডিং এর ফ্যাক্টরী প্রাঙ্গনে দিনব্যাপী এই কর্মশাল অনুষ্ঠিত হবে।
ব্রাদার্স ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী মোঃ ফখরুল আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি-চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা এ্যাড, তাওহিদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর থানার বিশিষ্ট সমাজ সেবক আবু তৈয়ব, পাহাড়তলী থানার বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাওহিদুল হক চৌধুরী বলেন, রপ্তানি বহুমুখীকরণের উদ্দেশ্যে প্লাস্টিক পণ্যের রপ্তানি সম্ভাবনা বাড়ানো এবং প্লাস্টিক পণ্যের প্রচারের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে 'প্লাস্টিক প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন করা হয়েছে। তিনি বলেন, আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারী কর্মীরা কিভাবে আগুন থেকে নিরাপদে বাঁচতে পারবে, এই প্রশিক্ষণ দেখে আমি মুগ্ধ। তিনি আরো বলেন, আমার নিজেও আগুনের ভয় সম্পর্কে অনেককিছু এখানের প্রশিক্ষণ দেখে জানা হয়েছে। তিনি বলেন, রিসাইকেল পরিবেশ রক্ষায় একমাত্র রক্ষা কবচ, এই ফ্যাক্টরী প্লাস্টিক পণ্যে সীতাকুণ্ডের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে মোঃ ফকরুল আহমেদ বলেন, আমরা প্লাস্টিক খাতে দক্ষ মানব সম্পদ তৈরি, সম্ভাবনা ও জনগণের মাঝে সচেতনতা তৈরি করতে চায়। দেশে-বিদেশে পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজনের মাধ্যমে নতুন বাজার সৃষ্টি, প্রস্তুতকৃত পণ্যের গুণগতমান ও বাজার সৃষ্টি করতে চায়। তিনি বলেন, সচেতনতা মূলক কর্মসূচি ও প্রকাশনা কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের প্লাস্টিক খাতের রপ্তানি প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখা, বৈদেশিক মুদ্রা অর্জন ও সংরক্ষণে ব্রাদার্স ট্রেডিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার- সীতাকুণ্ড পৌরসভা শাখার দপ্তর সম্পাদক আলাউদ্দিন (সোহেল), সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ -সাধারণ সম্পাদক রাফিদুল ইসলাম সহ প্রমুখ।