জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশে সেনাবাহিনীর পৃথক পৃথক অভিযানে ৮০ টি গ্যাস ভর্তি সিলিন্ডার ও ৫৮০টি খালি সিলিন্ডার একটি কম্প্রেসার ও বিভিন্ন যন্ত্রাদী সহ একটি মাটি কাটার স্কেভেটর জব্দ করা হয়েছে।
৭ মে ২৫ বুধবার দুপুরে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সৈয়দাবাদ এলাকা হতে ৮০ টি গ্যাস ভর্তি সিলিন্ডার ও ৫৮০ টি খালি সিলিন্ডার জব্দ করেন। ধারণা করা হচ্ছে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত লভ্যাংশ আদায় করার উদ্দেশ্যে এসব গ্যাস সিলিন্ডার মজুদ করা হয়েছে।
এছাড়াও গত ৬ মে ২৫ মঙ্গলবার উপজেলার বরমা ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন চৌধুরী পাড়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটিকাটার অভিযোগে একটি মাটি কাটার এস্কেভেটর জব্দ করে বিকল করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়, যে কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পরিবেশ নষ্ট করে চলেছেন, এমতাবস্থায় সেনাবাহিনীর অভিযান পরিচালনায় জনগণে স্বস্তি ফিরে এসেছে।