সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক থেকে মো. হাসান (৪৫) নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বি এম গেটসংলগ্ন (বানুর বাজার) এলাকায় কোন অজ্ঞাতনামা যানবাহনের চাপায় তিনি প্রাণ হারান।
নিহত হাসান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, রবিবার সকালে মহাসড়কের পাশের খালে ময়লা ফেলে ফেরার সময় ঢাকামুখী লেনে কোনো একটি যানবাহনের নিচে চাপা পড়েন হাসান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন আমাদের সময় কে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত হাসান বানুর বাজারের নৈশ প্রহরী ও ক্লিনারে কাজ করতেন।