কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারী একটি বন্ধ শিপ ইয়ার্ডে বোটযোগে ভাসানচর থেকে এসে
চট্রগ্রামের বিভিন্নস্হানে সরে যাওয়ার পরিকল্পনা করেছিল।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানায়,
ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল আনোয়ার এই সংবাদ ফোনে জানালে দ্রুত ঘটনাস্হলে পৌঁছি আগত রোহিঙ্গাদের কে জিজ্ঞাসাবাদ করি,জিজ্ঞাবাদে রোহিঙ্গারা জানায়,তারা ভাসানচরে ভাল নেই,আগের মতো সরকারে রেশনিং দিচ্ছেনা,বাহিরে কাজের ও ব্যবস্হা নেই,সংসার চলতে কষ্ট হচ্ছিল,তাই চট্টগ্রামে আসার পরিকল্পনা করি,তিনটি বোট নিয়ে আসি একটি বোট ভাটিয়ারীতে ভীড়ে,সময় পেলে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা ছিল।বোটভাড়া মাথা পিছু ৩ থেকে ৪ হাজার টাকা করে নিয়েছিল।
ওসি জানায়,আটককৃত রোহিঙ্গাদের কে পূনরায় ভাসানচরে পাঠানো হবে।
ভাটিয়ারী ইউপির সাবেক চেয়ারম্যান নূরুল আনোয়ার জানায়, ভাটিয়ারী একটি বন্ধ ইয়ার্ডে বেশকিছু লোক বোটযোগে এসে নেমেছে লোকমারফত জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্হলে এসে ঘটনা সত্যি দেখে আগত রোহিঙ্গাদের সাথে কথা বলি,কি কারনে ভাসানচর থেকে আসলো জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভাসানচরে তাদের অনেক কষ্ট হচ্ছে, সরকারী সহযোগীতায় তাদের সংসার চলছেনা,বাহিরে কাজের ব্যবস্হা নেই,তাই কাজের সন্ধানে চট্টগ্রাম আসা। তাদের কে পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে,জেলা প্রশাসকের সিদ্ধান্তে ব্যবস্হা নেয়া হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply