চন্দনাইশে আম গাছ থেকে পড়ে মো. কুরবান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জোয়ারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর জোয়ারা মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. কুরবান আলী ওই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সাড়ে ১১টার দিকে কুরবান আলী আম পাড়তে গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ মারা গেছেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ ঘটনার বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।’