চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে ১টি মাটি কাটার স্কেভেটর ২টি ডাম্পার গাড়ি জব্দ ও ৫ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মে ২৫ মঙ্গলবার দুপুরে হাসিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সোনাইছড়ি এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে ১টি স্কেভেটর দুটি ডাম্পার গাড়ি জব্দ ও ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন হাসিমপুর ইউনিয়নের জাফর আহমদের ছেলে মোঃ নুরুল আমিন(৪০), হাসিমপুর ইউনিয়নের বড় পাড়া এলাকার রাজামিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(৪২), আলফালা বাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে আব্দুর রহমান(৩৮), দোহাজারী পৌরসভা এলাকার খান পুরিয়ার ছেলে মোহাম্মদ রাশেদ মিয়া(৪৫), হাসিমপুর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মোঃ আব্দুল আলিম(৫৫)।
স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছেন। ওনাদের ভয়ে সাধারণ জনগণ প্রতিবাদ করার সাহস পায় না। আটককৃতরাও এই অপকর্মের সাথে জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এলাকাবাসীর অভিযোগ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ উপজেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব গোপন সংবাদের ভিত্তিতে টিম নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে , অবৈধ মাটিকাটা সহ যে কোন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply