বিশেষ (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে মঙ্গলবার ( ১৩ মে ) গোবিন্দগঞ্জ থেকে বসন্তপুর, বুরাইয়া বাজার থেকে আলমপুর, নরসিংহপুর ও জাহিদপুর—এসব গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। বুরাইয়া বাজারে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী একত্র হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
পাঁচ ইউনিয়নের শত শত মানুষ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে দাঁড়িয়ে সরকারের কাছে দাবি তোলেন রাস্তা চাই, প্রতিশ্রুতি নয়।
বক্তারা বলেন, আমরা কি এই দেশের নাগরিক না? নাকি কেবল ভোটার হিসেবেই আমাদের প্রয়োজন? বছরের পর বছর ধরে কাঁচা সড়ক নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষায় হাঁটু সমান কাদা, শুকনায় ধুলার ঝড়। রোগী মারা যায় রাস্তা না পেয়ে,শিক্ষার্থীরা পড়ে যায় কাদায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন:মাওলানা আব্দুস সালাম,অধ্যক্ষ, বুরাইয়া কামিল মাদ্রাসা, মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, উপাধ্যক্ষ,ফয়জুর রহমান, আহ্বায়ক সদস্য, উপজেলা বিএ’ন’পি, মাওলানা নুরুল হক, (সুপার) জাহিদপুর মাদ্রাসা,মাওলানা আজিজুর রহমান, লাকেশ্বর মাদ্রাসা,হাফিজ নুরুল ইসলাম, মুফতী আফজাল খান সিরাজী, মাওলানা মহিবুল হক প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন:সাবেক সহ-সভাপতি আবুল খায়ের, বাজার কমিটির সাবেক সভাপতি আফতাব আলী, সাবেক মেম্বার রফিক মিয়া, আরজু মিয়া, বিএনপি নেতা তোফাজ্জল আলী, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান, সমাজসেবক নজরুল হক চেরাগ আলী, শেখ আবু ছুফিয়ান, শরীফ আলম, এনামুল হকসহ এলাকার সর্বস্থরের জনগণ।
রাস্তাগুলো অবিলম্বে পাকাকরণ না হলে এলাকাবাসী আরও বড় কর্মসূচিতে যাবে। প্রয়োজনে রাস্তায় নামবে সর্বস্তরের মানুষ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply