বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের সেতু ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা।
বোয়ালখালী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আনন্দ মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম -৮ (বোয়ালখালী -চান্দগাঁও) আসেনর এমপি পদপ্রার্থী মানবিক ডাক্তার মো আবু নাছের।
আনন্দ মিছিলে ডাক্তার মো আবু নাছের বলেন-
এইটা একটি বড় ধরনের বিজয়,এই বিজয় বোয়ালখালী বাসী তথা দক্ষিন চট্টগ্রাম বাসীর বিজয়। অনেকেই আশা দিয়ে হতাশ করেছে , বার বার প্রতারিত হয়েছে বোয়ালখালী বাসী এই সেতু নিয়ে। এইবার আমরা আশ্বস্ত হয়েছি , সেজন্য সর্বস্তরের জনগন এই আনন্দ মিছিলে অংশগ্রহন করেছে।
আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আমীর জনাব ডাক্তার মো খোরশেদ আলম। জামায়াতে ইসলামী,শ্রমিক কল্যান ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। মিছিল শেষে একে অপরকে মিষ্টি মুখ করার মধ্য দিয়ে আনন্দ মিছিলের সমাপ্তি করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply