চট্টগ্রাম সীতাকুণ্ডে কানে হেড ফোন লাগিয়ে পেভজী গেইম খেলতে খেলতে ট্রেনের রাস্তা দিয়ে হেটে হেটে যাচ্ছিলেন মোঃ নোমান (১৫), পিছন থেকে একটি ট্রেন এসে ধাক্কা দিলে হয়ে গেলেন কয়েক টুকরো কেড়ে নিলো প্রাণ।
বৃহস্পতিবার (১৬ মে) রাত দশটার দিকে সীতাকুণ্ড পৌর উত্তর এয়াকুবনগর এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে। নিহত কিশোর নোমান পৌরসভার উত্তর এয়াকুবনগর গ্রামের মোঃ আলমগীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনে কাটা নিহত নোমান এলাকায় রেললাইন দিয়ে হেঁটে হেঁটে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এই সময় সে কানে হেডফোন লাগিয়ে পেভজীগেইম খেলছিল। হঠাৎ চট্টগ্রাম মুখি একটি ট্রেন তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সেই ঘটনাস্থলেই দুটুকরো হয়ে যায়। নিহত নোমান জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ সিদ্দিক বলেন, ট্রেনে কাঁটা পড়ে নিহতের কোন সংবাদ পাইনি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
স্হানীয় সাবেক কাউন্সিলর মোঃ সেলিম জানায়,ঘটনাটি দুঃখজনক,এখনকার ছেলেরা মোবাইলে পেভজীগেইম খেলায় নেশাগ্রহস্হ হয়ে পড়েছে।গভীর রাত পর্যন্ত রেললাইনে বসে পেভজীগেইম খেলে থাকে। নিহত নোমান ও খেলার আসক্ত ছিল,সে নবম শ্রেণীতে পড়তো।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply