আজ রবিবার বিকেলে পৌর জামায়াতের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর জনাব আলাউদ্দীন শিকদার ফিতা কেটে এই কার্যালয় উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াত আমীর বলেন, পৌর কার্যালয় উদ্ভোধন হওয়ায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা পৌর কার্যালয়ে এসে নিজেদের নানান সমস্যা সুবিধা অসুবিধা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আমরা হলাম আল্লাহ প্রদত্ত এবং রাসুল (সঃ) প্রদর্শিত দ্বীন ইসলাম কায়েমের সৈনিক। যেহেতু আমরা অসৎ লোকের শাসন নির্বাসন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চাই। তবে আল্লাহ দ্বীন কায়েম ছাড়া আমাদের বাংলাদেশসহ বিশ্বের মানবতার মুক্তি আসতে পারেনা। পরিশেষে তিনি ঈমান আখলাক ঠিক করে পৌরসভার প্রত্যেক নেতাকর্মীদেরকে জামায়াতে ইসলামীর রুকন হওয়ার জন্য এগিয়ে আসতে হবে। তবেই এদেশে প্রত্যকটি মানুষের দুঃখ দূর্দশা দূর হওয়া ও ইজ্জত আব্রু রক্ষা পাবে এবং সকলের ঘরে ঘরে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ।
সীতাকুণ্ড পৌরসভা জামায়াতের আমীর জনাব হাফেজ আলী আকবর এর সভাপতিত্বে উদ্বোধন পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী ও উত্তরজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সীতাকুন্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর মৌলানা তাওহিদুল হক চৌধুরী ,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মিছবাহুল আলম রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।